ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে গতকাল নবাবগঞ্জ উপজেলায় বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা বাজারে মেসার্স লক্ষী ভান্ডারকে অনৈতিকভাবে সয়াবিন তেল মজুদ রাখার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় উক্ত দোকানে ৫ লিটারের ১৮৪ টি বোতল (৯২০ লিটার) সয়াবিন তেল মজুদ হিসেবে পাওয়া যায়।তেল সংরক্ষণ এর উপযুক্ত কারণ, ক্রয় রশিদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হন।সংশ্লিষ্ট দোকানের রঞ্জিত কুমার সরকারকে অবৈধভাবে তেল সংরক্ষণ করে বাজার অস্থিতিশীল করায়,প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার অপরাধে ০৭ (সাত) দিনের কারাদন্ড এবং ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানে প্রাপ্ত ৯২০ (নয়শত বিশ) লিটার সয়াবিন তেল জনসাধারণের মাঝে প্রতি ৫ লিটার ৭৪০/- টাকা হিসেবে বিক্রির নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অরুন কৃষ্ণ পাল।অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ ও বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্যরা সহযোগিতা প্রদান করেন।










