তোমার ঐ কাজল কালো চোঁখ
বহুদিন দেখা হয় না পাশে বসে,
সেই ভেজা চুলের সুবাস
এখন আর ঝরায় না এই নিঃশ্বাসে!
চাঁদের জ্যোৎস্নায়
বসিয়া পাশে,
দেখা হয়না তারার মেলা
ঐ নীলা আকাশে!
একা-ই কাটে ক্ষণ
কেটে যায় রাত,
কখনো নির্ঘুম
মুয়াজ্জিন জানান দেয় হয়েছে প্রভাত!
সত্যিই কি আছি তো বেঁচে
এভাবে কি মানব বাঁচে,
দুর্বিষহ যাচ্ছে জীবন
ভাবছি বসে এটাই মরণ!
অনুভবে সংসর্গ
ভাবনাতে-ই হতভম্ব,
আকাশ পানে হাত বাড়িয়ে
দুচোখ আমার নেই জুড়িয়ে!
দিন দিবসে মাস পেরিয়ে
অব্দ আসে ঘুরে ফিরে,
সঙ্গহীন যাচ্ছে কেটে
মন…….
আপন ইচ্ছায় আজ উল্টো ছুটে!











