আজ থেকে(১৭-০৫-২০২৩) ঢাকা- নবাবগন্জে-জামিয়াতুল মাহমুদিয়া মাদ্রাসায়( টিকরপুর মাদ্রাসায়) দাওরায়ে হাদিস মানে মাষ্টার্চ সম-মানের শিক্ষা ব্যবস্থার শুভ উদ্ভোদন করা হল।
প্রধান মেহমান ছিলেনঃ শায়খুল হাদীস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক( জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা)
বিশেষ মেহমানঃ শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ( জামিয়া রহমানিয়া আজিজিয়া ঢাকা)
সভাপতিত্ব করেনঃ হযরত মাওলানা মুবতি জাকির হোসেন(মহাপরিচালক)
আল- জামিয়াতুল মাহমুদিয়া মাদাসা টিকরপুর নবাবগঞ্জ ঢাকা।অনুষ্ঠানে সুন্দর ভাষায় সঞ্চালন করেন মুবতি হায়াত মোহাম্মদ জাকির।
মোঃ মনির হোসেন সাহেব বলেন
অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত হনে হচ্ছে কারন মাদ্রাসার জন্মলগ্ন থেকে আল্লাহ মাদ্রাসার সাথে জরিত থাকার তৌফিক দিয়েছে।










