ঢাকার দোহারের নিকড়া থেকে মোটরসাইকেল চুরি।
বসির আহামেদ( দোহার-নবাবগঞ্জ)
নবাবগঞ্জ উপজেলা দিঘীর পাড়ের শাহাজালাল নামের এক ব্যাক্তির মটরসাইকেল চুরির ঘটনা ঘটে।রবিবার দুপুর ১ টা সময় এই চুরির ঘটনা ঘটে।মোটরসাইকেল চালক শাহাজালাল জানান,রবিবার দুপুর ১ টার সময় দোহার নিকড়া তার শুশুর বাড়িতে যান তার স্ত্রীকে আনার জন্য। তিনি বলেন,মোটরসাইকেল রেখে আমি ২ মিনিও হয় নাই বাড়ির ভিতরে গিয়েছি,বাড়িতে ঢুকার পরপরি আমি আমার গাড়ি শব্দ ও পেয়েছি,আমার মোটরসাইকেল ইস্টারর্ট দিতে।বেড় হতে না হতে,সেই মোটরসাইকেল চুর আমার মোটরসাইকেলটি নিয়ে গালিমপুরের দিকে চলে যায়।আমি কিছুক্ষণ পর গালিমপুরের দিকে গেলাম কিন্তু পেলাম না।এ ব্যাপারে দোহার থানায় সাধারণ ডায়রি করা হয়।













