২১ নভেম্বর, ২০২৫

ঢাকার-নবাবগঞ্জের মুসলিমহাটিতে মায়ের নামে মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন

Screenshot_20220508_164343

মোঃ আজাদ খাঁন

আমাদের নবাবগঞ্জ ফেইসবুক পেজের এডমিন

নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের মুসলিমহাটি গ্রামে গত ৬ই মে ২০২২ শুক্রবার জুম্মার নামাজের পর মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়।অত্র মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জমি প্রদান করেন সোনাহাজরা মুফিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক ভি,পি জনাব মাসুদ।এরই প্রেক্ষিতে জনাব মাসুদ সাহেব তার মায়ের নামে মাদ্রাসাটির নামকরণ করেন

“ফাতিমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা”
ফাতিমা খাতুন মহিলা মাদ্রাসা তৈরিতে সার্বিক উদ্যোগ ও সহযোগিতায় ছিল মুসলিমহাটি দক্ষিণপাড়া সমাজ কল্যাণ যুব সংঘ।
মাদ্রাসার শুভ উদ্বোধন করেন শাহ ক্বারী ঈসমাইল রঃ এর নাতি সোনাহাজরা মাদ্রাসার সম্মানিত আরবী প্রভাষক মাওলানা মুস্তাফিজুর রহমান (হাফিঃ)

জনাব ভি,পি মাসুদের সঞ্চালনায় মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ছিলেন এলাকার মান্যবর মুরব্বী জনাব হাজ্বী ঈমান আলী সাহেব।
হাজ্বী ওমর আলীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আরও বক্তব্য রাখেন জনাব কায়কোবাদ, জনাব আবুল কালাম মল্লিক,চুড়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু সাঈদ, গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তপন মোল্লা, অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, অ্যাডভোকেট আতাউর রহমান,অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, রাশেদ কামাল শিহাব, আবুল হোসেন, ফরহাদ হোসেন, লিটন আহমেদ সেন্টু, কবীর হোসেন, নূর আলম, ফারুক হোসেন বেপারী (সাবেক মেম্বার), নাসির মোঃখান (মেম্বার), সাঈদ খান (মেম্বার) প্রমুখ। অত্র মাদ্রাসা প্রতিষ্ঠায় এলাকায় দ্বীনি তামাদ্দুন বিস্তারে ব্যাপক ভুমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।

ফাতিমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী, মাসুদ পারভেজ, আতিকুল ইসলাম, রুহুল আমীন, উজ্জ্বল, বাহারুল, মুরাদ, সুরুজ কামাল, শেখ সুমন, সেন্টু কামাল, টিপু কামাল, আশরাফ কামাল, আসলাম সরকার, মোঃসেলিম, ফিরোজ মাস্টার, মোঃবিপ্লব, মোঃ শাহাদাত হোসেন, হাবিবুর রহমান সরকার, হাবিবুর রহমান, ওমর ফারুক অবুঝ, রাজিব মোল্লা, জয়নাল আবেদীন, আল হক্ব, সাইফুল বকসী, শেখ সৌরভ, হাফেজ মুজাহিদ, হাফেজ মুস্তাফিজ, ফাহাদ বকসী সহ গন্যমান্য আরও অনেকে।
সকলেই মাদ্রাসাটির সার্বিক সফলতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on email
Email

আরো সংবাদ পড়ুন

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

বিভাগীয় সংবাদ