আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ।
নয়নশ্রী ইউনিয়নের, মৃতঃ বিজয় হালদার এর ছেলে বরুণ হালদার, তার স্ত্রী ও ২ ছেলেসহ হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বরুন হালদারের নতুন নাম রাখা হয়েছে ‘ওসমান গণি।
আল্লাহ তাদের কে ইসলামের জন্য কবুল করো। তাদের জীবনে উন্নতি, সাফল্য ও সমৃদ্ধি দিও প্রভু। মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু দান করিও আমিন।
বি.দ্র: বর্তমান পরিস্হিতিতে প্রয়োজন স্বাপেক্ষে তাদের বিভিন্ন সমস্যা (যদি সম্মুখিন হন) বা আর্থিক সংকটে (যদি পরেন) সমাজের বিত্তবান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মানুষের সার্বিক সহায়তার জন্য দৃষ্টিআকর্ষণ করছি। তাদের পাশে দাড়ানো প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।










