নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদ প্রবাসি ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ইফতারের আয়োজনে ও দোয়া।
বসির আহামেদ(দোহার- নবাবগঞ্জ প্রতিনিধি)
নবাবগঞ্জে নিজস্ব অর্থায়নে ইফতারের আয়োজন করেন মহাকবি কায়কোবাদ প্রবাসি ফাউন্ডেশন।
গতকাল সন্ধায় বাহ্রা ইউনিয়নের মাইলাইল ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসায় ইফতারের আয়োজন করা হয়।সে সময় উপস্থিত ছিলেন,মহাকবি কায়কোবাদ ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদকঃমোবারক হোসেন,
উন্নয়ন বিষয়ক সম্পাদকঃমোরশেদ মিয়া,সার্বিক সহযোগিতায় ছিলেনঃটুটুল,ওয়াসিম,ও অপু।
সে সময় মহাকবি কায়কোবাদ ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন,মানবতার সেবাই আমাদের উদ্দেশ্য,অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ,আমরা প্রতি বছরই বিভিন্ন মাদ্রাসা গুলোতে ইফতারের আয়োজন করে থাকি,যতদিন বেচে থাকবো,মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। এবং ফাউন্ডেশনের সভাপতি মোঃ শরিফুল জামান সহ সকল সদস্যদের আর্থিক অনুদান দেয়ার জন্য ধন্যবাদ জানান।









