ঢাকার- নবাবগঞ্জ এর ছাতিয়া মোহনপুর কবরস্থান ও ঈদগাহে জন্য অদ্য ৩ জুন শুক্রবার ছাতিয়া হাক্কানীয়া জামে মসজিদে জুম্মা নামাজের পূর্বে প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ মোশাররাফ হোসাইন ও সেক্রেটারি মুহাম্মদ আক্তার হোসেন চৌধুরীর হাতে চেক তুলে দেন আব্দুল বাতেন ভাইয়ের বড় ভাই প্রকৌশলী বাহাউদ্দিন বাচ্চু ভাই। ঐ সময়ে মুসল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট জন যথা ক্রমে: সহ-সভাপতি আবছার উদ্দিন, জাফর চৌধুরী, আক্কাস মোল্লা,আশাররফ হোসেন, সাঈদ হোসেন খান বাবুল, স্বপন চৌধুরী, পটল চৌধুরী, শহিদুল ইসলাম খান, মোজাম্মেল হোসেনে মোল্লা, জাকির শাহরিয়ার, লিটন, আব্দুল কাইয়ুম প্রমুখ। একই সময়ে তিনি ছাতিয়া হাক্কানীয়া জামে মসজিদের সার্বিক উন্নয়নের জন্যও পাঁচ লক্ষ টাকা দান করেন। প্রচারণা অনিচ্ছুক এই দানশীল ব্যক্তিত্ব সবসময় তাঁর দানের হাত কে উন্মুক্ত রাখেন। ছাতিয়া মোহনপুর কবরস্থান ও ঈদগাহ এর পরিচালা কমিটির পক্ষ হতে ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেনো তাঁর এই দান কে কবুল করেন এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করেন।










