প্রায় ৪০০ মানুষের কাচ্চি এবং ৫০০ রোস্ট- গতকাল রাতে বিয়ের অনুষ্ঠানে খাবারগুলো বেঁচে যায়। বর এবং কনে সিদ্ধান্ত নেন খাবারগুলো সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিবেন। তাই গভীর রাতে আয়োজন করা হয় আম জনতার হোটেলের, খাবারগুলো দিয়ে আহারের ব্যবস্থা করা হয় ৪৫০ মানুষের।
দিনমজুর, শ্রমিক, পথচারী, অভুক্ত মানুষ সকলেই মেহমান হয়ে এসেছিলেন আম জনতার হোটেলে। মানুষগুলোর খুব একটা সুযোগ হয় না কাচ্চি কিংবা রোস্ট খাওয়ার, যত কম দামে সম্ভব হয় তা দিয়ে কিছু একটা খেয়ে দিন কাটিয়ে দেন।
আমাদের আশেপাশে প্রায় প্রতিদিনই বিয়ের আয়োজন থাকে, অনেক সময় এই আয়োজনগুলোতে খাবার বেচে যায়, অনেক সময় খাবার নষ্ট হয়।

আপনাদের কাছে অনুরোধ এই খাবারগুলো নষ্ট না করে সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার যাদের সবসময় সুযোগ হয় না ভালো মানের খাবার খাওয়ার, যারা অভুক্ত থাকেন, যারা অর্ধবেলা খেয়ে দিন পার করে দেন।
আমাদের শুধুমাত্র একটি ফোন করলেই খাবারগুলো সংগ্রহ করে আমরা আম জনতার হোটেলের আয়োজন করে ফেলবো-যেই হোটেলে কোন অর্থের চিন্তা না করে সাধারন মানুষ খাবার খেতে পারেন। যেখানে আহারের ব্যবস্থা হবে অসংখ সুবিধাবঞ্চিত মানুষের।
যোগাযোগ: 01975888855
আম জনতার হেটেল










