অনেকেই মনে করেন বর্তমানে যে আওয়ামীলীগ সরকার পতনের মূল কারিগর প্রবাসীরা,কারন একটা দেশ ২ কোটি প্রবাসী বাংলাদেশী
প্রতিটা প্রবাসীর ফ্যামেলী মেম্বার ৫ জন করে যদি হয়, তাহলে ২ কোটি * ৫ = ১০ কোটি মানুষের আর্থিক যোগাড় আসে প্রবাস থেকে,
আর ঐ ১০ কোটি প্রবাসীর সাথে জড়িত আছে আরো ২ কোটি, তাই হঠাৎ করে যখন প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে দেয়, তখন ব্যাংক গুলো টাকার সংকটে পরে যায়,
তখনি সরকারি ও আমলাদের বেতন দিতে সরকার হিমশিম খায়,তখনই সরকারী চাকুরীজিবি তারা এই সরকারের উপর আস্থা হারিয়ে এই পতন ঘটায়,
কিন্তু ছাত্র ছাত্রী সহ সকল সাধারণ মানুষ ও সর্বদলীয় আন্দোলনের মাধ্যমে এই সরকার পতন হয়।তবে নেতৃত্ব দিয়ে সকলের নজর কারে সকল সাধারণ মেধাবী শিক্ষার্থীরা। তাদের এই ভুমিকা বাংলাদেশ সারাজীবন শ্রুধার সাথে সরন করবে।











