রাজধানীর ঢাকার-নবাবগন্জে ০২-১১-২০২২ রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় সময় থেকে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা কেম্পাইন অনুষ্ঠিত হলো, স্থানঃ আগলা বাজার মতি মেম্বার সুপার মার্কেটে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের নিজস্ব অফিসে,ডাঃমোহাম্মদ মনিরুল ইসলাম(এম বি বি এস) চিকিৎসা সেবা প্রদান করেন,ঐ সময় উপস্থিত ছিলেন মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ সিরাজ, প্রধান উপদেষ্টা মোঃ শরিফ দেওয়ান,সহ-দপ্তর সম্পাদক শেখ সোহাগ,মোঃ শোয়েব আহম্মেদ(উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক) কার্যকারী সদস্য মোঃ শাওকাত হোসেন
আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমান লেবন মেম্বার, জনাব মিলন মিয়া (আগলা বাজার কমিটির সভাপতি),জনাব নুর ইসলাম ও জনাব স্বাধীন মেম্বার(বক্সনগর) স্থানীয় ব্যাবসায়ী ও স্বেচ্ছাসেবী টিম টুটুল রহমান, শেখ সজল, শেখ বাবু, মামুন হোসেন,শেখ শ্যামল,রানা,শেখ অলিভ রাসেল খান, নুর আলম,শেখ সালমান,উজ্জল সাহা,অপু সাহা,ওয়াসিম মিয়া,মোঃ দিপু চৌধুরী(মহাকবি কায়কোবাদ ব্লাড ডোনার্স ক্লাবের কর্নধার) স্বেচ্ছাসেবী জুনিয়র শেখ শফিক রহমান(সাধারণত সম্পাদক সাহেবের এর ছেলে) ও আরো এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ,সহ স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গ,










