আজ ১২-০৪-২০২৩ রোজ বুধবার মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে, ২০২৩ সালের রমজানের কৈলাইল মা’হাদুত তাহফিজ মাদরাসায়,ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার বিতরণ ও প্রবাসীদের জন্য দোয়া উনুষ্ঠিত
এই কার্যকর্মে উপস্থিত ছিলেন মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মোঃ শরিফুল জামান ও সেচ্ছাসেবী মোঃইব্রাহিম শেখ ও এত্র একাকার সম্মানীত ব্যাক্তিবর্গ,মাদ্রাসার দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক(বড় হুজুর) হাফেজ কারী মাওলানা নাহিদুল ইসলাম, মুহতামিম অএ মাদ্রাসা
যোগাযোগ 01964671253/ (01611816752 এটায় বিকাশ) ও সহকারী অধ্যাপক হাফেজ তোফায়েল আহমেদ,
তারা খুব খুশি হয়ে মহাকবি কায়কোবাদ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী গ্রহন করেন,এবং সকল সদস্যদের ও প্রবাসীদের, সেচ্ছাসেবীদের জন্য দোয়া করেন, মাদ্রাসা উন্নয়ন কাজে সংগঠনের সকল সদস্যদের সব সময় পাশে থাকার জন্য অনুরোধ করেন।










