মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে কিছু উন্নয়ন মূলক কাজ হাতে নেয়া হইছে,
১.বার্ষরিক ক্যালেন্ডার
২.সংগঠনের লোগো সহ ঘড়ি
৩. সংগঠনের লোগো সহ গেঞ্জি
আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি
এই ব্যপারে আমাদের ইছামতী টিভি সাম্বাদিকদের সাথে অনলাইনে অনেক কথা বললেন মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরিফুল জামান তিনি বলেন…
দেশের অনেকে বলে থাকেন, আমি আপনাদের সাথে ভালো কাজে থাকতে চাই,মহাকবি কায়কোবাদ এর আত্মীয় পরিচয় দিয়ে বলেন আমাদের কে আপনাদের সাথে রাখেন,এখন আসেন, এই কাজ গুলো করে দেন, সম্মানিত দাতা সদস্য হন, এবং সৌজন্যেঃ আপনার নাম, বা আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে। তা তো করবেন না,আমাদের সংগঠনের সাধারন সম্পাদক শেখ সিরাজ সাহেব বর্তমানে দেশে আছে,তার সাথে যোগাযোগ করেন,আপনাকে অবশ্যই সময় দিবে,আপনি বলেন কোনটা ভালো,কোনটা খারাপ,আমরা যে কাজ গুলো করে থাকি, আমাদের সরকারি কোন অনুদান আসে না, সদস্যদের বাহিরে কারো অনুদান আজপ্রযন্ত ১ টাকা ও পাইনাই,
কিম্তু অনেকেই বড় বড় গ্যান দেয়,ঐ মিয়া দুরথেকে সমালোচনা বন্ধ করেন, সামনে আসেন দ্বায়িত্ব প্রাপ্ত সদস্যদের সাথে কথা বলেন,সঠিক সব কিছু জানাতে পারনেন।ধন্যনাদ অনেক কিছু বললাম, ভুল হলে মাফ করবেন।









