পাহাড়ের চূড়ায় সবাই উঠতে পারেনা। যারা উঠতে পারে তারা উপরে উঠার খুশিতেই মগ্ন থাকে, তারা ভাবতে থাকে নতুন করে কিভাবে আরেক চূড়ায় উঠা যায়। কারা উঠতে পারেনি তাদের নিয়ে তাদের মাথা ব্যাথা থাকেনা। আর যারা নিচে থাকে তারা উপরের মানুষগুলো কেমন করে উঠলো তা নিয়েই ভাবতে থাকে।জীবনের সমীকরণটাও হয়তো এমন। আপনি যখন একটা জায়গায় পৌঁছাবেন তখন অনেক মানুষ অনেক কথা বলবে। অনেক আলোচনা সমালোচনা হবে৷ আর এটাই স্বাভাবিক। কারন সবাই সব কিছু করতে পারেনা। তাই মনে হয় জীবনে নিজের কিছু অর্জন থাকা জরুরি।
সময়ের সাথে জীবনে মানুষ ফিল্টারেশন টাও জরুরি। আতা পাতা লতা মানুষদের জীবন থেকে ঝরিয়ে ফেলা আমি একটা বিশাল সফলতা মনে করি। কারন নেগেটিভ মানুষ একটা ব্যাধির মত। এদের থেকে যথাসম্ভব দূরে থাকাটা আমার কাছে এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ মনে হয়। কারন মানসিক শান্তিই বড় শান্তি।উপরের দুইটা কাজ করতে পারলে জীবন অনেকটাই সহজতর। তবে আবার ডিপ্রেসিং। কারন এই লম্বা প্রসেসে এত মানুষ চেনা হয়ে যায় তখন মানুষ থেকে বিশ্বাস উঠে যায়। বিশ্বাস করাটাই তখন একটা দায় হয়ে যায়। আর এই দায়ের বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়৷ তারপরও বেঁচে থাকতে হয়, জীবনের শেষ দেখতে হয়। কারন হয়তো এখানেই জীবনের স্বার্থকতা।
credit by-mahzabin shriti( ফেইসবুক ফেন্ডস)










