আজকে-২২/০৪/২০২২ তাং রোজ বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মাম জুবাইলে, বাংলাদেশ কমিটির আল জুবাইল এর উদ্যোগে বিশাল ইফতারে আয়োজন করা হয়, ঐ অনুষ্ঠানে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্য অন্য কমিটির নেতা কর্মিরা অনুষ্ঠানে উপস্থিত হয়। বলে রাখা ভালো বাংলাদেশ কমিটির তত্ত্বাবধানে ঢাকা ঐক্য পরিষদ সহ প্রায় ১৫০ টির বেশী জেলা পর্যায় কমিটির আছে, সকল কমিটির সদস্যদের নিয়ে এই ইফতার পার্টি আয়োজন করা হয়। সকল নেতা কর্মিদের আশা আমরা যারা বাংলাদেশী আছি সবাই মিলে মিশে থাকবো,এবং সৌদি আরবের সকল আইন কানুন আমরা সঠিক ভাবে পালন করবো। ঐ ইফতার পার্টিতে আনুমানিক ১৫০০ লোককে ইফতার দেয়া হয়।









