আজ ২৭/০৭/২০২২ ইং আনুমানিক ১২.৩০ মিনিটে ঢাকা জেলার, নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়ন, ভাঙ্গাভিটা গ্রামের পাশে ইছামতি নদীর দক্ষিণ পাড়ে এই হেলিকপ্টারটি ধান ক্ষেতে ভূপাতিত হয় । পাইলট সহ দু’জনকেই সুস্থ অবস্থায় ভিতর থেকে বের করে আনা হয় । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে অন্য একটি হেলিকপ্টার করে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় ।
সূত্র : বাসির আহমেদ চেয়ারম্যান কৈলাইল ইউনিয়ন









