আজ মহান 16 ডিসেম্বর প্রতি বছরের ন্যায় এ বছরও একেজে ফ্রেন্ডস ক্লাব সকলের মাঝে খিচুরী বিতরন করা হচ্ছে। সরকারি জায়গার উপর নির্মিত ছিল ক্লাবটি। উক্ত ক্লাবটি এলাকাবাসীর প্রাণের দাবী ক্লাবটি সরকারি খাস জায়গার উপর শুধুমাত্র ক্লাবের ভবন নির্মাণ করার অনুমতি প্রার্থনা করছি। ক্লাবটি তিনটি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আন্ধারকোঠা, কুঠি বাড়ি, জয়নগর । প্রতিবছরের ন্যায় সকল ক্লাবের মতই সরকারি দিবসে ক্লাবে সরকারি দিবসগুলো পালন করা হয়। শুধু ক্লাবের জন্য নির্মিত কিছু জায়গায় ক্লাবের ভবন নির্মাণ করার জন্য প্রশাসনের কাছে অনুমতি প্রার্থনা করছি।
এই ক্লাবটি জন্য আগলা চৌকিঘাটা ক্রীড়া প্রেমীরদের জন্য ও প্রিয় একটি ক্লাব,তাই আগলা চৌকিঘাটার স্থানীয় অনেকে মনে করেন ক্লাবটি নতুন করে চালু করা দরকার,আগলা উত্তর চৌকিঘাটার, মোঃ শরিফুল জামান রিংকু (সৌদি আরব প্রবাসী) তিনি ইছামতী টিভি কে জানান ঐ ক্লাবটি আমার ছোট বেলার অনেক স্রৃতি জড়িত আছে,আমি ঐ এলাকার অনেক মুরুব্বী দের ক্লাবে আসতে দেখছি,সকল রাজনৈতিক ব্যাক্তি এই ক্লাবে বসে আড্ডা দিতো,খেলা-ধুলার উন্নয়ন বিষয়ক আলোচনা করতো,তাই আগলা,আন্দারকোঠা, কুঠি বাড়ি,জয়নগর সহ নবাবগঞ্জ উপজেলা সকল ক্রীড়া প্রেমীদের দাবি, এই ক্লাব টির ভবন নির্মান করার জন্য অল্প কিছু হলেও জায়গা দিতে।











