২১ নভেম্বর, ২০২৫

received_1039746736662265

আমিনুল ইসলাম

মহাকবি কায়কোবাদ ফাউন্ডেশনের সদস্য ও কবি

শেষ_হিসাব

📝আমিনুল ইসলাম!

ফজরের ঐ আজান শুনেও
ঘুমিয়ে তুমি থাকো,
একবারও কি দেখছো ভেবে
কার দয়া-তে বাঁচো?

যতই করছো কামাই রুজি
ব্যাংকে যতই করছো পুঁজি,
তাতে-ও তুমি শূন্য…..
মুয়াজ্জিন ঐ সুরের কাছে সবই নগন্য!

জহুর গেল ব্যস্ততাতে
গেল আসর আলসেমি-তে
মাগরিবেতে জমছে মেলা,
মধুর মাখা সুরে সুরে ডাকছে
মুয়াজ্জিন “হাইয়া আলাস সালাহ”

এশাও গেল গল্প করে
গল্প শেষে আপন ঘরে
খেয়ে-দেয়ে ঘুমেতে বিভোর,
ফজরেতে আসছে ভেসে
মুয়াজ্জিনের সেই সুর!

দুদিনের এই দুনিয়াতে
যাচ্ছি হেসে-খেলে,
খোদার কাছে যাব সেদিন
হাতে খালি থলে!

অর্থ লোভে মগ্ন এই মন
নিজের জন্য গড়ছি কি ধন?
সবই রইবে পরে,
শূন্য হাতেই যাব সেদিন
নিজের আপন ঘরে!

গড়-রে মন নিজের জন্য
যে গড়াতে হইবে ধন্য,
আজ যে তোমার সঙ্গী স্বজন
একাই সেদিন কেউ নয় আপন!

চোখ বুঝলেই শূন্য আমি
আসবাব যতই থাকনা দামী,
নীরবে-তে একা বসে ভাবরে আজ মন
শেষ দিবসে খোদার কাছে নিবে কি ধন!!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on email
Email

আরো সংবাদ পড়ুন

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

বিভাগীয় সংবাদ