শেষ_হিসাব
📝আমিনুল ইসলাম!
ফজরের ঐ আজান শুনেও
ঘুমিয়ে তুমি থাকো,
একবারও কি দেখছো ভেবে
কার দয়া-তে বাঁচো?
যতই করছো কামাই রুজি
ব্যাংকে যতই করছো পুঁজি,
তাতে-ও তুমি শূন্য…..
মুয়াজ্জিন ঐ সুরের কাছে সবই নগন্য!
জহুর গেল ব্যস্ততাতে
গেল আসর আলসেমি-তে
মাগরিবেতে জমছে মেলা,
মধুর মাখা সুরে সুরে ডাকছে
মুয়াজ্জিন “হাইয়া আলাস সালাহ”
এশাও গেল গল্প করে
গল্প শেষে আপন ঘরে
খেয়ে-দেয়ে ঘুমেতে বিভোর,
ফজরেতে আসছে ভেসে
মুয়াজ্জিনের সেই সুর!
দুদিনের এই দুনিয়াতে
যাচ্ছি হেসে-খেলে,
খোদার কাছে যাব সেদিন
হাতে খালি থলে!
অর্থ লোভে মগ্ন এই মন
নিজের জন্য গড়ছি কি ধন?
সবই রইবে পরে,
শূন্য হাতেই যাব সেদিন
নিজের আপন ঘরে!
গড়-রে মন নিজের জন্য
যে গড়াতে হইবে ধন্য,
আজ যে তোমার সঙ্গী স্বজন
একাই সেদিন কেউ নয় আপন!
চোখ বুঝলেই শূন্য আমি
আসবাব যতই থাকনা দামী,
নীরবে-তে একা বসে ভাবরে আজ মন
শেষ দিবসে খোদার কাছে নিবে কি ধন!!














