মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের সম্মানিত কার্যকারী সদস্য মোঃ শাহিন খান ও সম্মানিত সদস্য মোঃ খালেদ হোসেন সাহেব তাহারা আজকে প্রথম অফিস আগমন উপলক্ষে, প্রধান উপদেষ্টা মোঃ শরিফ দেওয়ান সাহেব তাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানালেন,আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেচ্ছাসেবী টিম, মোঃ শাহিন খান তার বক্তব্যে জানান আমি এই সংগঠন সাথে থাকতে পেয়ে নিজেকে গর্বিত মনে করি,ইনসাললাহ আমি যতো দিন বেঁচে থাকবো এই সংগঠনের পাশে থেকে মানবতার সেবাই করে যাবো,সংগঠনের আরেক সদস্য মোঃ খালেদ হোসেন গ্রাম চুরাইন কামারখোলা, তিনি বলেন আমি ইটালি প্রবাসী আমার দেশের জন্য মানবতার জন্য কাজ করতে সব সময় মন চায়,তাই মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন আমি খুব ভালোবাসি, এই ফাউন্ডেশনের উদেশ্য খুব ভালো, তাই এই সংগঠনের সাথে আমি আছি ও ভবিষ্যতে ও থাকবো,সে তার সকল প্রবাসী বন্ধু ও আত্মীয় স্বজনদের এই সংগঠনে আসার জন্য আমন্ত্রণ জানাবে,
প্রধান উপদেষ্টা মোঃ শরিফ দেওয়ান বলেন আমার খুব ভালো লাগে যখন অপরিচিত সদস্য যখন আমরা একত্রিত হই আমার মনে হয় আমরা সবাই আত্মীয় বা কাছের মানুষ, তাই সকল প্রবাসীদের বলবো আসেন মানবতার সেবা করি সকলে মিলে,আর পাশে থাকি এক সাথে।









