২১ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড-বাংলাদেশ-পাকিস্তান।

FB_IMG_1649986002600

নিজস্ব প্রতিবেদন

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড-বাংলাদেশ-পাকিস্তান।

আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর মাঠে গড়াবে অস্ট্রেলিয়ায়। তার আগে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ ছাড়াও সেই সিরিজে পাকিস্তান অংশ নেওয়ার কথা রয়েছে।

এই ত্রিদেশীয় সিরিজের আগে অ্যাডিলেডে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করবে। সেখানে স্থানীয় দল রেডব্যাকের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ক্যাম্প শেষে উড়াল দেবে নিউজিল্যান্ডে। বিশ্বকাপের প্রাক্বালে ৬ বা ৭ অক্টোবর শুরু হতে পারে ত্রিদেশীয় সিরিজ। ত্রিদেশীয় সিরিজ শেষে আবারও উড়াল দেবে বিশ্বকাপ ভেন্যু অস্ট্রেলিয়ায়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা ১৬টিরও বেশি ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি হয়ে যাবে, এখনই আমাদের আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, তারপর ত্রিদেশীয় সিরিজ খেলব নিউজিল্যান্ডে।

অ্যাডিলেডে ৭-৮ দিন ক্যাম্প করে নিউজিল্যান্ডে চলে যাব।’ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো হতে পারে ক্রাইস্টচার্চে। আরও বলেন, ‘সিরিজটি সম্ভবত ক্রাইস্টচার্চে হবে। আরেক প্রতিপক্ষ সম্ভবত পাকিস্তান হবে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক দল অন্তত চারটি ম্যাচ খেলবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on email
Email

আরো সংবাদ পড়ুন

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

বিভাগীয় সংবাদ