২১ নভেম্বর, ২০২৫

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন

নিজস্ব প্রতিবেদন

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন
১) ব্লাড প্রেসার
২) ব্লাড সুগার
চারটি জিনিস একেবারেই ভুলে যান
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ
পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন
২) চিনি
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড
পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সবজি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল
৪) বাদাম
৫) প্রোটিন জাতীয় খাবার
মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু
২) নিজের সমগ্ৰ পরিবার
৩) সবসময় সুচিন্তা
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়
৫) অল্পতে খুশি হওয়ার চেষ্টা
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া
ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা
২) সবার সাথে হাসিমুখে কথা বলা
৩) মানুষের সাথে ভালো আচরণ করা
৪) নিয়মিত শরীর চর্চা করা। কিছুক্ষণ হাঁটা নিয়মিত।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন
সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) ধার দেনা
২) লোভ
৩) আলস্য
৪) ঘৃণা
৫) সময়ের অপচয়
৬) পরচর্চা, পরনিন্দা
৭) কোনো রূপের নেশা বা আসক্তি
পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,
সবসময় নিজেকে সুস্থ রাখতে উপরোক্ত বিষয় গুলো মেনে চলুন। সচেতন হোন, সুস্থ থাকুন।

পেইজ : চিকিৎসা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on skype
Skype
Share on email
Email

আরো সংবাদ পড়ুন

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

বিভাগীয় সংবাদ