ঢাকার সাভারের আশুলিয়ায় চায়না বেগম (৩৭) নামের এক মানুষিক ভারসাম্যহীন নারী হারিয়ে গেছে। তার পথ চেয়ে বসে আছেন ভাই মিলন মিয়া। তিনি বলেন, আমার বোনকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করেন ভাই।সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে আশুলিয়ার জামগড়ার মোল্লাবাড়ি মধ্যপাড়া মসজিদ সংলগ্ন সাইফুল মোল্লার বাড়ি থেকে তিনি হারিয়ে যান।
চায়না বেগম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইশকাইল গাইজার পাড়া এলাকার জোহর আলীর মেয়ে। তাকে এর আগেও পাবনা মানুষিক হাসপাতালে চিকিৎসা করিয়েছেন ভাঙ্গারি ব্যবসায়ী ভাই মিলন মিয়া।
ওই নারীর ভাই মিলন মিয়া ঢাকাপোস্টে বলেন, আমার বাবা অনেক আগেই মারা গেছে। মা অন্য পুরুষের সাথে চলে গেছেন। আমিই অনেক কষ্ট করে বোনকে দেখা শুনা করে আসছি। আমার বোনের মাথায় সমস্যা আছে। এঅবস্থায় গত চার মাস আগে জামগড়ার মোল্লাবাড়ি এলাকার সাইফুল মোল্লার বাসা ভাড়া নিয়ে আমি ভাঙ্গারির ব্যবসা করছিলাম। প্রতিদিনের মত পাড়া মহল্লায় আজও আমি ভাঙ্গারি কেনার জন্য বের হই। দুপুরে বাসায় ফিরে দেখি আমকর বোন নাই।
কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, দুপুর থেকেই আমার বোনকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কোন সন্ধান পাচ্ছি না। আমি এখন কি করবো। আমার তো কেউ নাই। কোথায় খুজবো। আমার বোনকে অনেক কষ্ট হলেও আমিই নিয়ে থাকি। এই বোনি ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নেই। আমার বোনকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করেন ভাই। কোন হৃদয়বান ব্যক্তি আমার বোনের সন্ধান পেলে ০১৮৬২২১৪৭৫০ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।
এব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো থানা চিনি না। আমার কোন লোকও নাই। তবে নিখোঁজ ডায়েরি করার চেষ্টা করছি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) ফরহাদ বলেন, এধরনের কোন ডায়েরি হয়নি। তবে নিখোঁজ ডায়েরি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









