ঢাকার জেলার সবচেয়ে বড় প্রবাসী ফাউন্ডেশন,বাংলাদেশের শুনামধর্ন মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের ২য় তম কাউন্সিল অনুষ্ঠিত হয়ে গেলো ২৪-০১-২০২৩ রোজ মঙ্গলবার রাত সৌদি আরবের সময় ৯ টায়( বাংলাদেশ সময় রাত ১২ টা) কার্যনির্বাহি ঐ সভায়,উপস্থিত সবার মতামত ভিত্তিতে সভাপতি হিসাবে ২য় বারের মতো মোহাম্মদ শরিফুল জামান, ও সাধারন সম্পাদক হিসাবে শেখ সিরাজ সাহেবকে নির্বাচিত করে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ২ জনে তাদের দ্বায়িত্ব বুঝে নেয়, এবং তারা সংগঠনকে আরো গতিশীল করতে মজবুত একটা পূর্নাগ কার্যনিবাহি কমিটির উপহার দিবেন সবার মতামত ভিত্তিতে।
এবং সকল সদস্যদের সহযোগিতা নিয়ে আরো বেশি বেশি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।










