নবাবগঞ্জবাসী একে একে হারিয়ে ফেলছে তাদের অভিভাবক ও গুণীজনদের
## আজ ৩১ মে চলে গেলেন পরপারে বিশিষ্ট ব্যবসায়ী দানশীল ব্যক্তিত্ত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান হালিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইছামতী ডিগ্ৰী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি গোবিন্দপুরের কৃতি সন্তান চার্টার্ড একাউন্টেন্ট (ইংল্যান্ড ) জনাব এ,কে,এম আব্দুল হালিম। গত একবছর পূর্বে করোনা কালীন সময়ে চলে গেছেন না ফেরার দেশে যমুনা গ্ৰুপের চেয়ারম্যান বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এশিয়ার অন্যতম সর্ব বৃহৎ সপিং মল যমুনা ফিউচার পার্কের মালিক কামার খোলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম বাবুল। ইতি পূর্বে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন সাবেক বাংলাদেশ বিমানের মহা পরিচালক ও পরবর্তী ঢাকা-২ আসন নবাবগঞ্জ হতে বার বার নির্বাচিত এমপি ও বাংলাদেশ বিমান ও পর্যটন প্রতি মন্ত্রী গোবিন্দপুরের কৃতি সন্তান চার্টার্ড একাউন্টেন্ট (ইংল্যান্ড)জনাব আব্দুল মান্নান এবং তাঁর পূর্বে চলে গেছেন আল্লাহর সান্নিধ্যে দোহার নবাবগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ঢাক ২ আসন নবাবগঞ্জ হতে নির্বাচিত এম পি ও সাবেক বাংলাদেশ সরকারের অর্থ ও জনশক্তি মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী গালিমপুরের কৃতি সন্তান চার্টার্ড একাউন্টেন্ট (ইংল্যান্ড) জানাব আতাউদ্দীন খান। তাঁদের নানান সীমাবদ্ধতা ও মানবিক দূর্বলতাকে উপেক্ষা করে তাঁদের অবদান কে আমরা নবাবগঞ্জ বাসী চিরদিন স্মরণ রাখবো। মহান আল্লাহ সুবহানাহু তা’য়ালা যেনো তাঁদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি ও গোনাহ সমূহ ক্ষমা করে সবাইকে জান্নাতুল ফেরদাউসে স্থান করে দেন।










