মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের কার্যকর্ম ও গঠনত্ন্র ও উদ্দেশ্য এর প্রতি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে, সংগঠনকে ভালো মনে করে, অরাজনৈতিক ও মানবতার কল্যানকর,অলাভজনক এই সবকিছু দেখে তার মনে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের প্রতি মহব্বত ভালোবাসা জন্ম নেয়,ঢাকার- নবাবগঞ্জ আগলা উঃ চৌকিঘাটা একজন সমাজসেবক ও দানশীল শিক্ষাঅনুরাগী বিশিষ্ট ব্যাবসায়ী (ওয়াহিদুর রহমান খান মাসুম) নিজের ইচ্ছায়,এই সংগঠনের একজন সেচ্ছাসেবী হিসাবে
সে কাজ করতে চায়, এবং সে সবার উদেশ্য বলেন? আমাদের সকলের উচিৎ ভালোকাজে পাশে থাকা,ঐক্য বদ্ধ হয়ে কাজ করা।
সংগঠন তার সমন্ধে বিস্তারিত জেনে শুনে তাকে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের কার্যনিবাহী পরিষদের আলোচনা ভিত্তিতে তাকে সেচ্ছাসেবী হিসাবে অনুমতি দেন,এবং সে আমাদের সংগঠন এর সর্বদা পাশে থেকে, সংগঠনকে আরো বেশী কাজ করতে সহয়তা করবেন ইনসাললাহ।









