আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদের সৃষ্টির সেরা জীব মানুষ রুপে সৃষ্টি করেছেন।তাই আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি, যা বলে শেষ করা যাবে না,আর আমরা গর্বিত যে আমরা সর্বশেষ ও সর্বশেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওম্মাত। তাই আমরা মানুষ হিসেবে আমাদের কিছু করনীয় আছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন, আল্লাহ বলেন তোমরা নিজেকে নিয়ে এতো বেশী সুখি থেকোনা যে তুমার ভাই-বোন/ আত্মীয় / বন্ধু / প্রতিবেশী এরা অসহায় কস্টে জীবন যাপন করতেছে অথচ তুমি তাদের জন্য শারীরিক মানসিক ও আর্থিক কোন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছো না,যাইহোক আমরা কিছু প্রবাসি মিলে আমরা ইতিমধ্যে (দুই বছর) যাবত কবি কায়কোবাদ এর স্মরণে (মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন) একটা সেবামূলক সংগঠন তৈরি করেছি যেখানে অত্র-এলাকার প্রবাসী ভাইয়েরা মিলে বার্ষিক চাদা ও অন্যান্য সময় যার যা ইচ্ছে অনুদান দিয়ে থাকি! যা গরীবদের সাহায্যে ব্যয় হয়! কারো বিয়ে, শারীরিক চিকিৎসা, মাসিক ফ্রি চিকিৎসা, এমনকি হতদরিদ্রদের ভ্যান গাড়িও তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ! আমাদের আগলা বাজারে “মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন” নামে একটা অফিসও করা হয়েছে….. তাই এই ফাউন্ডেশন এখন আর কারো কাছে অজানা নাই…. যেহেতু একটা অফিস করাও হয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো হল যে আমরা প্রবাসী যতটুকু পেরেছি তা করেছি,আপনাদের সহযোগিতা পেলে আরো বেশি বেশি কাজ করে যাবো,সংগঠনের নাম মহাকবি কায়কোবাদ (প্রবাসি) ফাউন্ডেশন তাই আপনারা যারা প্রবাসি আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে জয়েন্ট করবেন সদস্য হবেন,আর যারা দেশে অবস্থান করতাছেন আপনারা আমাদের সাথে সকল সেবামূলক কাজে সহোযোগিতায় করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্য বদ্ধ ভাবে এই সৎ উদ্যোগ কে সফল করবো। আল্লাহ আমাদের সহায়কহোন আমিন
মোঃ শরিফুল জামান
সভাপতি
মহাকবি কায়কোবাদ প্রবাসি ফাউন্ডেশন










