মৃত কবিতা নিয়ে ফিরেছি
———————————————
তোমাকে নিয়ে কবিতা লেখা হবে বলে -সহস্র শব্দের ভিড় থেকে খুঁজেছি উপমা,প্রণয় পিপাসার পায়ে অঞ্জলি দিয়েছি-ভালোবাসা থেকে বিরহকে বহিষ্কৃত করতে,তোমাকে নিয়ে কবিতা লেখা হবে বলে-আজও নিকোটিনের তিক্ত গন্ধের মুখে,কখনো কখনো আতরের গন্ধ আসে!তোমাকে নিয়ে কবিতা লেখা হবে বলে,হৃদয়ের কবিতার সমুদ্রে এসেছিল যৌবন জুয়ার,
হৃদয়ের সেই নিভৃত সভ্যতায় এসেছিলো রাবিন্দ্রীক ছোঁয়া।
দূরত্বের গায়ে কালোজামা পড়িয়ে, মেকি সুরের তবলা বাজাতে আমি পারি না গো বিরহী! আমি স্বপ্নের আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়ে বাস্তবতার রুদ্ধতায় আরোহী,তোমাকে নিয়ে কবিতা লেখা হবে বলে-
পৃথিবীর জনপত পেড়িয়ে, কোটি কোটি কব্য ফেলে, তোমার অঞ্চল-ছায়ায় মৃত্যুর ছবি দেখেছি, মৃত কবিতা নিয়ে ফিরেছি!
মোঃ শরিফুল জামান










