মিডিয়াতে এসেই গরম গরম খেতে চান। এটা গরম খাওয়ার জায়গা না। মিডিয়াতে ক্যারিয়ার গড়া ও মিডিয়া থেকে ইনকাম করতে চাইলে, প্রচুর সময় ব্যয় করতে হবে ও ধৈর্য্য ধরতে হবে। এক বুক আশা নিয়ে পরে থাকতে হবে, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। মিডিয়ার শুরুটা প্রতিটা মানুষের খারাপ থাকে এবং সেই খারাপ দিগ গুলো দেখে অনেকে হাসা হাসি করবে, পিছন থেকে অনেকেই বলবে আপনাকে দিয়ে কিছু হবে না। তবে আপনি ধৈর্য্য ধরলে যখন আপনার সফলতা আসবে, ঠিক তখন তারাই আপনাকে বলবে আপনি সফল ও ভালো কিছু করেছেন। তাই নতুনদের প্রতি অনুরোধ গরম খাওয়ার চিন্তা বাদ দিয়ে , যদি ধৈর্য্য ধরে, মন দিয়ে মিডিয়া কাজ শিখুন ইনশাআল্লাহ আজ বা কাল আপনার জন্য ভালো কিছু থাকবে। ——-
মোঃ আল-আমিন সিকদার
একজন বাংলাদেশের ছোট ইউটিউবার













