আজকে ২৮-১১-২০২২ তাং রোজ সোমবার মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন অফিসে এসে ভিজিট করে গেলেন- (নাজমুল হাসান পদ্য)নবাবগঞ্জ এর গর্ব লেখক ও সাংবাদিক, তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানালেন সংগঠনের কার্যকারী সদস্য (জামান আরিফ) তাকে সংগঠনের পক্ষ হতে তার নবাবগঞ্জ অফিসের(নাসাস) জন্য মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের একটি ঘড়ি ও কিছু কেলেন্ডার উপহার দেয়া হয়,তাতে সে অনেক খুশি যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এতো সুন্দর একটা মানবতার সেবার জন্য ফাউন্ডেশন করা হইছে, সে ও মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন জন্য তার লেখা একটি বই উপহার দেন,তিনি এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন, সারাজীবন এই সংগঠনের উন্নতি কামনা করেন,ঢাকা নবাবগঞ্জ এর সকল প্রবাসী ভাইদেরকে সদস্য হবার জন্য অনুরোধ করেন।









